Tui Sudhu Tui in bangla - Saif Zohan Lyrics
Singer | Saif Zohan |
ডাকে মন তোরে, এ মনের ঘরে
কতটা বেঘোরে, তা কেউ জানে না।
তুই দূরে গেলে, লুকোচুরি খেলে
বেখেয়ালি মনটা
কারো কথা মানে না।
হ্যাঁ তুই শুধু তুই
যাকে মন কাছে চায়,
তুই হারালে আড়ালে
লাগে ভীষণ অসহায়।
তোর মায়া মুখ, এনে দেয় সুখ
ভুলিয়ে হৃদয়ের পুরোনো অসুখ।
তোর মায়া মুখ, এনে দেয় সুখ
ভুলিয়ে হৃদয়ের পুরোনো অসুখ,
চোখ দেখে বুঝে নে
হৃদয়েরই ভাষা হায়,
জীবনে প্রয়োজন তোরই ভালোবাসা,
শুধু তোরই ভালোবাসা।
হ্যাঁ তুই শুধু তুই
যাকে মন কাছে চায়,
তুই হারালে আড়ালে
লাগে ভীষণ অসহায়।
তোর কথা সুর, ইচ্ছে দুপুর
হৃদয়ে ঢেলে দেয়, পাহাড়ি নূপুর।
তোর কথা সুর, ইচ্ছে দুপুর
হৃদয়ে ঢেলে দেয়, পাহাড়ি নূপুর,
চোখ দেখে বুঝে নে
হৃদয়েরই ভাষা হায়,
জীবনে প্রয়োজন তোরই ভালোবাসা,
শুধু তোরই ভালোবাসা।
হ্যাঁ তুই শুধু তুই
যাকে মন কাছে চায়,
তুই হারালে আড়ালে
লাগে ভীষণ অসহায় ...
Post a Comment